মহর্ষি শ্রীকৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বিরচিত এবং কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের সহজ-সরল প্রাঞ্জল তাৎপর্য সমন্বিত অমল পুরাণ শ্রীমদ্ভাগবত।
“পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন তাঁর লীলা সংবরণ করে নিজ ধামে গমন করলেন, তখন সূর্যের মতো উজ্জ্বল এই ভাগবত পুরাণের উদয় হয়েছে। যেসমস্ত মানুষ কলিযুগের অজ্ঞান-অন্ধকারে আচ্ছন্ন হয়ে দৃষ্টিহীন হয়ে পড়েছেন, তারা এই ভাগবত পুরাণ থেকে তত্ত্বজ্ঞানের আলোক প্রাপ্ত হবেন।” (ভাগবত ১/৩/৪৩)। “শ্রীমদ্ভাগবত বিপথগামী সভ্যতার পাপ-পঙ্কিল জীবনের আমূল পরিবর্তন সাধনে এক বৈপ্লবিক আন্দোলন সূচনা করার উপযোগী দিব্য শব্দ-তরঙ্গে পরিপূর্ণ এক অপূর্ব সৃষ্টি।”(ভাগবত ১/৫/১১)।
বর্তমানে এই শ্রীমদ্ভাগবত গ্রন্থটি পৃথিবীর ১০০টিরও অধিক ভাষায় অনূদিত হয়ে বিভিন্ন ভাষাভাষী পাঠকদের কাছে বিপুলভাবে সমাদৃত। এতে ভাগবতের প্রতিটি শ্লোকের প্রতিটি শব্দের অর্থ, অপূর্ব মাধুর্যপূর্ণ প্রাঞ্জল অনুবাদ এবং এরপর বিশদ ও সহজবোধ্য তাৎপর্য লিপিবদ্ধ রয়েছে। বৈদিক সাহিত্যের মুকুটমণি, এই গ্রন্থরত্নসম্ভার উন্নত কাগজে সুস্পষ্ট অক্ষরে ঝকঝকে অফসেট মুদ্রণে বহু রঙিন চিত্রশোভিত এবং মজবুত বাঁধাই ও ল্যামিনেশনযুক্ত মনোরম তিনটি বাক্সে পূর্ণ। এই ভাগবত পুরাণ দ্বাদশ স্কন্ধে প্রতি বাক্সে ৬টি করে মোট ১৮টি খন্ডে বিভক্ত- শ্রীমদ্ভাগবত-১ম সেট, শ্রীমদ্ভাগবত-২য় সেট, শ্রীমদ্ভাগবত-৩য় সেট।
আরো বই দেখতে ক্লিক করুন>>