শ্রীচৈতন্য চরিতামৃত

শ্রীচৈতন্য চরিতামৃত

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর দিব্য লীলাবিলাসের বর্ণনাসমন্বিত গ্রন্থ ‘শ্রীচৈতন্য চরিতামৃত’, যার মূল রচয়িতা শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। ইস্কন প্রতিষ্ঠাতা-আচার্য কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ অতি সহজ ও সরলভাবে এই গ্রন্থের প্রতিটি শ্লোকের তাৎপর্য বিশ্লেষণ করেছেন এবং এর মাধ্যমে সমগ্র বিশ্বকে আজ ভগবৎ-চেতনায় উদ্বুদ্ধ করে প্রকৃত পথের সন্ধান দিয়েছেন।

আদিলীলা ১ম ভাগ, মধ্যলীলা ১ম ও ২য় ভাগ, অন্ত্যলীলা ১ম ভাগ চার খন্ডে সম্পূর্ণ এই গ্রন্থটি এত সহজ-সরল ও বিস্তৃত তাৎপর্যসমন্বিত হয়ে আগে কখনো প্রকাশিত হয়নি। বর্তমান দ্বিধাদ্বন্দ্বের যুগে শান্তির পথনির্দেশ স্বরূপ এই গ্রন্থ পাঠ করে মানুষ পরমেশ্বর ভগবানকে সহজেই উপলব্ধি করতে পারবে।

আরো বই দেখতে ক্লিক করুন

Share on

Facebook
Twitter
LinkedIn

অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ​

আরও বই