৬৪টি জেলায় রথযাত্রা

ইস্কনের উদ্যোগে দেশব্যাপী ৬৪টি জেলায় রথযাত্রা

হরেকৃষ্ণ সমাচার ডেস্ক: বিপুল আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইস্কন এর উদ্যোগে দেশব্যাপী রথযাত্রা মহোৎসব উদ্যাপিত হয়। রথযাত্রা উৎসব হচ্ছে ভগবৎকৃপা বিতরণের উৎসব। স্কন্দপুরাণে বর্ণিত হয়েছে, “যেসকল ব্যক্তি সময়, সৌভাগ্য এবং ভক্তির অভাবে ভগবানের শ্রীমন্দিরে গমন করতে পারে না, তাদের প্রতি বিশেষ কৃপা প্রদানের উদ্দেশ্যে জগতের নাথ শ্রীজগন্নাথদেব নিজেই মন্দির থেকে রাজপথে বেরিয়ে আসেন। গুণ্ডিচা মন্দিরে গমনের আতিশয্যে মূলত জগন্নাথ পথের মানুষকে কৃপা বিতরণ করেন। যে-ই ক্ষণিকের জন্যও এমনকি রথ দর্শন করে বা রথের হরিনাম সংকীর্তনও শ্রবণ করে, সে-ই অশেষ কৃপা লাভ করে থাকে।” তাই রথযাত্রাকে বলা হয় করুণার উৎসব। একসময় শ্রীজগন্নাথধাম পুরীতে এবং ভারতবর্ষের গুটিকয়েক অঞ্চলে রথযাত্রা প্রচলিত হলেও ১৯৭৬ সাল থেকে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের কৃপায় আজ সারাবিশ্বে জগন্নাথদেবের রথযাত্রা আয়োজিত হয়ে চলেছে। রথযাত্রা মহোৎসব উপলক্ষে সমগ্র বাংলাদেশেই ইস্কন কর্তৃক বিভিন্ন অনুষ্ঠান এবং রথের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এবার বাংলাদেশের ৬৪ জেলায় ১১৬ টি রথযাত্রার আয়োজন হয়Ñ যাতে বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করে। ঢাকা, সিলেট, চট্টগ্রাম প্রভৃতি বিভাগীয় ও জেলা শহর ছাড়াও বিভিন্ন উপজেলাতেও রথযাত্রার আয়োজন হয়। রথযাত্রা মহোৎসবে শ্রীমৎ ভক্তিআশ্রয় বৈষ্ণব স্বামী মহারাজ, শ্রীমৎ অমিয়বিলাস স্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তিনিত্যানন্দ স্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তিমাধুর্য গোবিন্দ স্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তিপ্রিয়ম্ গদাধর স্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তিবিনয় স্বামী মহারাজ, শ্রীপাদ বেণুধারী দাস, শ্রীপাদ কৃষ্ণকীর্তন দাস ব্রহ্মচারী, শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী, শ্রীপাদ জগৎগুরু গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী, শ্রীপাদ সুখীসুশীল দাস ব্রহ্মচারী প্রমুখ সন্ন্যাসী ও জ্যেষ্ঠ বৈষ্ণবগণ আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন। বিভিন্ন এলাকা থেকে আসা রিপোর্টগুলো নিম্নে বর্ণিত হলো:

১. ইসকন, স্বামীবাগ আশ্রম

তাপস দাস : নয়দিনব্যাপী নানা আয়োজনে ইস্কন স্বামীবাগ আশ্রমে রথযাত্রা মহোৎসব উদ্যাপিত হলো। রথের দিন বিশ্বশান্তি কামনায় অগ্নিহোত্র যজ্ঞের পর আয়োজিত বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জনাব মো. সাঈদ খোকন, মাননীয় মেয়র, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন অ্যাড. কাজী ফিরোজ রশীদ এমপি, ঢাকা-৬, শ্রী নির্মল চ্যাটার্জী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, শ্রী বিশ্বদ্বীপ দে, ডেপুটি হাই-কমিশনার, ভারতীয় হাই কমিশন, শ্রী রমেশ চন্দ্র ঘোষ, ব্যবস্থাপনা পরিচালক, শ্যামলী পরিবহন, শ্রী অশোক রঞ্জন কাপুড়িয়া, ব্যবস্থাপনা পরিচালক, ঈগল পরিবহন, প্রকৌ. সহদেব চন্দ্র বৈদ্য, ব্যবস্থাপনা পরিচালক, বৈদ্য গ্রুপ অব কোম্পানি। রথযাত্রার শুভ উদ্বোধন করেন মাননীয় খাদ্যমন্ত্রী শ্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। রথের বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক পরিভ্রমণ করে ঢাকেশ^রী মন্দিরে এসে শেষ হয়। পরদিন ইস্কন বাংলাদেশ-এর সভাপতি শ্রীমান শুদ্ধসত্ত¡ গোবিন্দ দাসের সভাপতিত্বে আয়োজিত ধর্মীয় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. অসীম সরকার, সংস্কৃত বিভাগ, ঢাবি, অধ্যাপক ড. মিহির লাল সাহা, প্রাধ্যক্ষ, জগন্নাথ হল, ঢাবি, শ্রী সুব্রত পাল, ভাইস চেয়ারম্যান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, শ্রী অর্জুন প্রাণসখা দাস, অব. অতিরিক্ত সচিব, শ্রী মানিক লাল বণিক, অতিরিক্ত সচিব, স্থানীয় সরকার মন্ত্রণালয়, জনাব হেদায়তুল ইসলাম স্বপন, সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগ। উল্টোরথের দিন ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মো: নুরুল ইসলাম সুজন এমপি। বিশেষ অতিথি ছিলেন জনাব হাজী সেলিম এমপি, ঢাকা-৮, শ্রী পংকজ দেবনাথ এমপি, বরিশাল-৪, শ্রীশৈলেন্দ্রনাথ মজুমদার, অব. সচিব, অ্যাড, কিশোর কুমার মণ্ডল, সাধারণ সম্পাদক, মহানগর সার্বজনীন পূজা উদ্যাপন কমিটি। নয়দিনব্যাপী অনুষ্ঠানমালায় এছাড়াও ছিল ধর্মীয় নাটক, ভজনকীর্তন, বৈদিক সাংস্কৃতিক অনুষ্ঠান। জ্যেষ্ঠ ভক্তবৃন্দ জগন্নাথলীলামৃত আলোচনা করেন।

২. প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির 

শ্রীমান রুপেশ্বর গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী: ২০০৪ সাল থেকে বৃহত্তর চট্টগ্রামের ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে শ্রীশ্রী জগন্নাথের রথযাত্রা মহোৎসব উদযাপিত হয়ে আসছে। অন্যান্য বছরের ন্যায় এবছরও মহাসমারোহে অনুষ্ঠিত হল রথযাত্রা মহোৎসব। ভোরে মঙ্গলারতির মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা হয়। রথযাত্রা অনুষ্ঠানের দিন মন্দির পরিদর্শন করেন শ্রীধাম মায়াপুর থেকে আগত শ্রীমৎ ভক্তি নিত্যানন্দ স্বামী মহারাজ। সকাল ৯ টা থেকে বিভিন্ন ভজন, কীর্তন শুরু হয় এবং পাশাপাশি জগন্নাথের প্রীতি বিধানার্থে যজ্ঞানুষ্টান অনুষ্ঠিত হয়। বিকাল ৩ টায় প্রবর্তক সংঘের সাধারণ সম্পাদক বাবু তিনকড়ি চক্রবর্তী মহোদয়ের সভাপতিত্বে “জগন্নাথদেবের রথযাত্রার তাৎপর্য” শীর্ষক আলোচনা সভায় মহা আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীধাম বৃন্দাবন থেকে আগত শ্রীমৎ ভক্তি আশ্রয় বৈষ্ণব স্বামী মহারাজ। রথযাত্রার উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষা উপমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার জনাব মহিবুল হাসান চৌধুরী নওফেল। আরও উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার জনাব মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম, উপ পুলিশ কমিশনার (উত্তর) বাবু বিজয় বসাক, উপ-পুলিশ কমিশনার জনাব আব্দুল ওয়ালিশ, পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়। স্বাগত বক্তব্য প্রদান করেন শ্রী দারুব্রহ্ম জগন্নাথ দাস ব্রহ্মচারী। অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন শ্রীপাদ লীলারাজ গৌর দাস ব্রহ্মচারী, পুÐরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, প্রবর্তক সংঘের সদস্য বাবু ইন্দু নন্দন দত্ত, ডঃ জীনবোধি ভিক্ষু, সদস্য বাবু সুবোধ কুমার দত্ত সহ অন্য সদস্যবৃন্দ ও সমাজের বিশিষ্ট দানশীল ব্যক্তিবর্গ। ৪ টায় রথযাত্রার বর্ণাঢ্য মহাশোভাযাত্রা প্রবর্তক মোড় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিনেমা প্লেস প্রাঙ্গনে সমাপ্ত হয়। শোভাযাত্রায় চট্টগ্রাম জেলার বিভিন্ন ধর্মীয় সংগঠনের অংশগ্রহণের পাশাপাশি চট্টগ্রামের বিভিন্ন নামহট্ট, ভক্তিবৃক্ষ, গীতা প্রচার বিভাগ, জাগ্রত ছাত্র সমাজ, সংর্কীতন, ফুড ফর লাইফ, নিত্যসেবা, সনাতন বিদ্যার্থি সংসদ, জাগো হিন্দু পরিষদ, জাতীয় হিন্দু মহাজোট, শারদাঞ্জলী ফোরাম সহ ১৫০ টির অধিক বিভিন্ন ধর্মীয় সংগঠন, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক বিভিন্ন পৌরাণিক সাজসহ অংশগ্রহণ করেন। মহাশোভাযাত্রায় প্রায় লক্ষাধিক ভক্তমÐলী সংকীর্তনানন্দে নগরীর রাজপথ পরিভ্রমণ করেন। নগরীর মোড়ে মোড়ে নগরবাসীগণ উলু ধ্বনি, শঙ্খ ধ্বনি, মঙ্গল প্রদীপ পূজার নৈবেদ্য সহকারে জগন্নাথ-বলদেব-সুভদ্রা মহারাণীকে রাজকীয় অভ্যর্থনা জানান। পরদিন শ্রীজগন্নাথের লীলামৃত আস্বাদন করান শ্রীমৎ ভক্তি আশ্রয় বৈষ্ণব স্বামী মহারাজ। মাঝে সপ্তাহব্যপী শ্রীমদ্ভাগবতের রসাস্বাদন করান মায়াপুর ইনস্টিটিউটের সহ পরিচালক শ্রীপাদ তারক কৃষ্ণনাম দাস ব্রহ্মচারী। উল্টো রথযাত্রায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ¦ আ.জ.ম নাছির উদ্দিন মহোদয় এবং আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীধাম বৃন্দাবন থেকে আগত শ্রীপাদ মুক্তিদাতা চৈতন্য দাস ব্রহ্মচারী এবং শ্রীপাদ তারক কৃষ্ণনাম দাস ব্রহ্মচারী। সমগ্র অনুষ্ঠানটি সার্বিকভাবে তত্ত¡াবধান করেন সাধারণ সম্পাদক শ্রীমান দারুব্রহ্ম জগন্নাথ দাস ব্রহ্মচারী।

৩. শ্রীশ্রী রাধাকৃষ্ণ ও গৌরনিতাই আশ্রম

স্থানীয় সংবাদদাতা: ইস্কন নন্দনকানন, চট্টগ্রাম-এর আয়োজনে নয়দিন ব্যাপী শ্রীশী জগন্নাথদেবের রথযাত্রায় প্রধান আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ অমিয়বিলাস স্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তিনিত্যানন্দ স্বামী মহারাজ, শ্রীমান চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, শ্রীমান পÐিত গদাধর দাস ব্রহ্মচারী প্রমুখ জ্যেষ্ঠ্য ভক্তবৃন্দ। উপস্থিত ছিলেন ছিলেন সিএমপি কমিশনার জনাব মো: মাহবুবুর রহমান, পিপিএম, বিপিএম-সহ বিশিষ্ট অতিথিবৃন্দ। এছাড়াও উল্টেরথের দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি মেয়র জনাব আ. জ. ম. নাছির উদ্দীন। নয়দিন বিভিন্ন বৈদিক অনুষ্ঠানমালার আয়োজনের পর উল্টোরথের মাধ্যমে রথযাত্রার সমাপ্তি ঘোষিত হয়।

৪. হবিগঞ্জ

প্রমথ সরকার : আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইস্কন শ্রীশ্রীনরসিংহ জিউ মন্দির, হবিগঞ্জে নয় দিনব্যাপী বিপুল অনুষ্ঠানমালার মাধ্যমে রথযাত্রা মহোৎসব উদ্যাপিত হয়েছে। অনুষ্ঠানমালার প্রথম দিন অগ্নিহোত্র যজ্ঞ হয় এবং বিকেলে শ্রীশ্রী জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারাণীর রথের বর্ণাঢ্য শোভাযাত্রা শুরুর পূর্বে মন্দির অধ্যক্ষ শ্রী উদয় গৌর দাস ব্রহ্মচারী এর সভাপতিত্বে এবং ইস্কন আজীবন সদস্য শ্রী প্রমথ সরকারের উপস্থাপনায় এক বিশাল ধর্মসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক জনাব মাহমুদুল কবির মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম, পিপিএম, পৌর মেয়র জনাব মোঃ মিজানুর রহমান মিজান, জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি শ্রী নলিনী কান্ত রায় নিরু, সাধারণ সম্পাদক শ্রী শঙ্খ শুভ্র রায়, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শ্রী শংকর পাল, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি শ্রী জগদ্বীশ চন্দ্র মোদক, সাধারণ সম্পাদক এডভোকেট স্বরাজ রঞ্জন বিশ্বাস। গীতাপাঠের মধ্য দিয়ে শুরু ধর্মসভায় স্বাগত বক্তব্য রাখেন ইস্কন ইয়ুথ ফোরামের পরিচালক শ্রী হরিভক্ত চৈতন্য দাস ব্রহ্মচারী। অন্যান্য দিনের অনুষ্ঠানে উল্লেখযোগ্য ছিল শ্রীমদ্ভাগবত পাঠ, তুলসী ও গৌরসুন্দরের আরতি, শ্রীশ্রীজগন্নাথদেবের লীলামৃত আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ম্যাগাজিন অনুষ্ঠান, ভজন সংগীত, দর্শক পর্ব, বৈদিক নৃত্য, বৈদিক নাটক ইত্যাদি। এছাড়া বিশেষভাবে উপস্থিত থেকে প্রবচন প্রদান করেন শ্রীমৎ ভক্তিঅদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তিপ্রিয়ম্ গদাধর গোস্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তিদয়িত আদিপুরুষ স্বামী মহারাজ, শ্রীমান চারুচন্দ্র দাস ব্রহ্মচারী, শ্রীমান বিহারী কৃষ্ণ দাস ব্রহ্মচারী, শ্রীমান উদয় গৌর দাস ব্রহ্মচারী, শ্রীমান রিপুহারা কৃষ্ণ দাস ব্রহ্মচারী, শ্রীমান দয়াময় হলধর দাস ব্রহ্মচারী, শ্রীমান হৃদয়ানন্দ নিমাই দাস ব্রহ্মচারী প্রমুখ। শ্রী প্রমথ সরকারের উপস্থাপনায় সন্ধ্যা থেকে বৈদিক সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজারো ভক্তের উপস্থিতিতে মন্দির ছিল মুখরিত। প্রতিদিন হাজার হাজার ভক্তের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয় এবং নবম দিন উল্টোরথের শোভাযাত্রার মধ্য দিয়ে রথযাত্রা মহোৎসবের পরিসমাপ্তি ঘটে।

৫. নাটোর

নামপ্রেম দাস ব্রহ্মচারী : ব্যাপক আয়োজনের মাঝে নাটোর ইস্কন মন্দির-এ মহাসমারোহে পালিত হলো রথযাত্রা মহোৎসব। নয়দিন ব্যাপী এ অনুষ্ঠানের আশীর্বাদক ছিলেন শ্রীল ভক্তিবিনয় স্বামী মহারাজ, শ্রীমান কৃষ্ণকীর্তন দাস ব্রহ্মচারী ও ড. মুক্তিদায়ী নিতাই দাস ব্রহ্মচারী। রথযাত্রায় ইস্কন ইয়ুথ ফোরাম ভক্তবৃন্দ বৈদিক নাটক, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। সার্বিকভাবে সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রীমান পুরুষোত্তম ভগবান দাস ব্রহ্মচারী। প্রতিদিন অনুষ্ঠানান্তে সকল ভক্তবৃন্দের মাঝে সুস্বাদু কৃষ্ণপ্রসাদ বিতরন করা হয়।

৬. নেত্রকোণা

শ্রীগর্ভ দাস : প্রতিবারের ন্যায় এবারও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) নেত্রকোনা-এর উদ্যোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মহাসমারোহে উদ্যাপিত হয় শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব। বিশ^শান্তি কামনায় অগ্নিহোত্র যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে রথযাত্রা মহোৎসবের অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার জনাব এস. এম আশরাফুল আলম, নেত্রকোনা পৌর মেয়র জনাব আলহাজ¦ নজরুল ইসলাম খান, নেত্রকোনার ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক গাজী মোজাম্মেল হক টুকু, শ্রীযুক্ত মঙ্গল চন্দ্র সাহা, সভাপতি, পূজা উৎযাপন পরিষদ নেত্রকোনা, শ্রীযুক্ত নির্মল কুমার দাস, সভাপতি জাসদ, নেত্রকোনা এড. সীতাংশু বিকাশ আচার্য, সভাপতি, জেলা আইনজীবি পরিষদ-সহ নেত্রকোনার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মঙ্গল প্রদীপ নিবেদন করার মাধ্যমে নেত্রকোনা ইস্কন মন্দিরের অধ্যক্ষ শ্রীমান জয়রাম দাস ব্রহ্মচারী রথযাত্রার শুভ উদ্বোধনী ঘোষণা করেন। রথের শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক পরিভ্রমন করে নাগড়া শিববাড়ী অবস্থান করে এবং শিববাড়ী থেকে উল্টোরথের বর্ণাঢ্য শোভাযাত্রা-সহ জগন্নাথদেব ভক্ত পরিবেষ্টিত হয়ে  শ্রীমন্দিরে পুনরাগমান করেন। রথযাত্রা উপলক্ষে নয়দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথ লীলামৃত পাঠ, ভজন কীর্তন, বৈদিক নাটক, নৃত্য পরিবেশিত হয়।

৭. বাগেরহাট

প্রাণগোপাল দাস ব্রহ্মচারী : আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন), বাগেরহাট পরিচালিত শ্রীশ্রী রাধামদনগোপাল মন্দির  কাড়াপাড়া, বাগেরহাটে পালিত হলো শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব। বাগেরহাটের স্থানীয় ভক্তদের অংশগ্রহণে হরিনাম সংকীর্তন, বৈদিক যজ্ঞ, বৈদিক নাটক, বিশ্বব্যাপী ইস্কন প্রচারের ¯øাইডশো ও জগন্নাথদেবের লীলা আলোচনা করা হয়। হরিনাম কীর্তনে ছিলেন শ্রী বদ্রিনাথ নারায়ণ দাস ও শ্রী গৌরহরি দাস। জগন্নাথদেবের লীলা আলোচনা করেন শ্রীমান সনাতন মুরারী দাসাধিকারী, শ্রীমান দেবশ্রেষ্ঠ জগন্নাথ দাসাধিকারী, শ্রীমান শম্ভুনাথ গৌর দাস প্রমুখ। রথযাত্রা উপলক্ষে শ্রীশ্রী হরিসভা মন্দির কাড়াপাড়া পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন শ্রীশ্রী হরিসভা মন্দিরের কমিটিবৃন্দ ফতেহপুর পালপাড়া ও কাড়াপাড়ার স্বেচ্ছাসেবকবৃন্দ।

৮. মাদারীপুর

স্থানীয় সংবাদদাতা: মাদারীপুর শ্রীশ্রী রাধা-গিরিধারী মন্দির (ইস্কন)-এর আয়োজনে প্রতিবারের ন্যায় এবারও শ্রীশ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর শুভ রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়। রথের দিন বিকাল ৪টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। উক্ত শোভাযাত্রায় হাজার হাজার ভক্তের সমাবেশ ঘটে। শোভাযাত্রাটি প্রধান সড়ক হয়ে পুরান বাজার কেন্দ্রীয় শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে গিয়ে শেষ হয়। উক্ত শোভাযাত্রাটি উদ্ভোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার শ্রী উত্তম প্রসাদ পাঠক। অত্র মন্দিরের অধ্যক্ষ শ্রী কমল নয়ন কানাই দাস ব্রহ্মচারী নেতৃত্বে ও রথযাত্রার উদযাপন পরিষদের সভাপতি শ্রী বাবুল চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক আশিষ কুমার বৈদ্য এর সার্বিক পরিচালনায় অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সু-সম্পন্ন হয়। পরিশেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

৯. শরীয়তপুর

সর্বেশ্বরেশ্বর দাস : শ্রীশ্রী জগন্নাথ মন্দির (ইস্কন) শরীয়তপুর-এর আয়োজনে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ ও কীর্তন মেলার মাধ্যমে নয়দিনব্যাপী রথযাত্রা মহোৎসবের শুভসূচনা হয়। জগন্নাথ লীলামৃত পাঠ, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, শিক্ষার্থীদের মাঝে গীতা বিতরণ, স্মরণিকার মোড়ক উন্মোচন প্রভৃতির পর শংঙ্খ ও হরিধ্বনির মাঝে রথযাত্রার শোভাযাত্রার উদ্বোধন করেন জনাব কাজী আবু তাহের, জেলা প্রশাসক, শরীয়তপুর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার, শরীয়তপুর। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রী মুকুল চন্দ্র রায়, সভাপতি, পূজা উদ্যাপন পরিষদ, শরীয়তপুর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রী মন্মথ কুমার দাস, সভাপতি, শ্রীশ্রী রাধামাধব মন্দির আংগারিয়া। র‌্যালিটি হাজার হাজার ভক্ত সমাগমে উদ্দÐ নৃত্য-সহকারে মনোহর বাজার মোড় বাইপাস সড়ক প্রদক্ষিণ করে শ্রীশ্রী রাধামাধব মন্দির আংগারিয়া বাজারে গিয়ে শেষ হয়। উল্টোরথযাত্রার র‌্যালির উদ্বোধন করেন জেলা পুলিশ সুপারের প্রতিনিধি শ্রী কল্লোল দত্ত, এএসপি, ভেদরগঞ্জ সার্কেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী প্রশান্ত কুমার বিশ্বাস উপজেলা নির্বাহী অফিসার জাজিরা। মঙ্গল আরতি প্রজ্জ্বলন করেন শ্রী পংঙ্কজ দেবনাথ, সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জাজিরা। শ্রী মন্মথ কুমার দাস, সভাপতি, শ্রীশ্রী রাধামাধব মন্দির, শ্রী সঞ্জিব কুমার নাগ, সাধারণ সম্পাদক, শ্রীশ্রী রাধামাধব মন্দির, আংগারিয়া। আলোচনা সভা ও রথযাত্রার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন জেলা ডিবি অফিসার ইনচার্জ পালং মডেল থানা অফিসার ইনচার্জ ও জেলা ডিএসবি এর নেতৃত্বে পৃথক পৃথক টিম।

১০. গোপালগঞ্জ

শ্রীধর মাধব দাস: গোপালগঞ্জে ইস্কনের আয়োজনে নয়দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মাধ্যমে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসবের আয়োজন হয়। রথের দিন রথযাত্রার শুভ উদ্বোধন করেন অ্যাড. সুনীল কুমার দাস, প্রধান উপদেষ্টা, শ্রীশ্রী রাধাকৃষ্ণ নামহট্ট মন্দির, পাঁচুড়িয়া, গোপালগঞ্জ। অসংখ্য ভক্তের সমাবেশে রথ এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্বজনীন কালীবাড়ি মন্দিরে এসে সমাপ্ত হয়। অনুষ্ঠানে বিশেষ সহযোগিতা করেন কালীবাড়ি মন্দিরের প্রাক্তন সভাপতি শ্রী সুখরঞ্জন বিশ^াস এবং আহŸায়ক শ্রী পিণাকীরঞ্জন বিশ^াস। নয়দিনব্যাপী অনুষ্ঠানমালার সার্বিক পরিচালনায় ছিলেন শ্রীমান অমর গোপীনাথ দাস ও শ্রীমান শচীতনয় চৈতন্য দাস।

১১. চাঁদপুর

স্থানীয় সংবাদদাতা: যথাযোগ্য মর্যাদায় ইস্কন কর্তৃক চাঁদপুরে উদযাপিত হয় শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব। চাঁদপুর জেলার ৩টি স্থানে ৩টি রথযাত্রা মহোৎসব উদ্যাপিত হয় ১) শ্রীশ্রী গোবিন্দ মন্দির (প্রধান কেন্দ্র, ইস্কন চাঁদপুর জেলা) ঘোষপাড়া, পুরাণবাজার, চাঁদপুর ২) শ্রীশ্রী রাধাকৃষ্ণ জিউ মন্দির, উচ্চাঙ্গা, হাজীগঞ্জ এবং ৩) শ্রীশ্রী হরেকৃষ্ণ নামহট্ট মন্দির, তাঁতখানা (মাছুয়াখাল), মতলব। নয়দিন ব্যপী অনুষ্ঠানে শুভ পদার্পন করেন শ্রীমৎ অমিয় বিলাস স্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ ও শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। চাঁদপুর সদর ১১ তারিখে উল্টোরথযাত্রা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শ্রীমৎ ভক্তিপ্রিয়ম গদাধর গোস্বামী মহারাজ এবং ঐ দিন হাজীগঞ্জেও উল্টোরথযাত্রা অনুষ্ঠিত হয়। ১২ তারিখে মাছুয়াখাল রথযাত্রায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপাদ ড. তপচৈতন্য দাস ব্রহ্মচারী, ভাইস চ্যান্সেলর, নর্থ ওয়ের্স্টান ইউনিভার্সিটি, খুলনা। ৩টি রথেই প্রায় ৫০ হাজারেরও অধিক ভক্ত উপস্থিত ছিলেন। এছাড়াও রাষ্ট্র ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ৩টি রথেই সার্বিক তত্ত¡াবধান করেছেন শ্রীমান জগদানন্দ পÐিত দাস ব্রহ্মচারী, পরিচালক- ইস্কন চাঁদপুর জেলা।

১২. কুষ্টিয়া

সুসখা কানাই দাস : সম্প্রতি সারা পৃথিবীর ন্যায় শ্রীশ্রী রাধাশ্যামসুন্দর ও জগন্নাথ মন্দির (ইস্কন) এর উদ্যোগে কুষ্টিয়ায় উদযাপিত হয়ে গেল রথযাত্রা মহোৎসব। ধর্ম, বর্ণ ও জাতি নির্বিশেষে হাজারো লোকের সমাগমে কুষ্টিয়ার রাজপথ রূপ নেয় জনসমুদ্রে। সদর রথযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার মাননীয় সংসদ সদস্য জনাব মাহবুব-উল-আলম হানিফ এম পি এবং উল্টোরথযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র জনাব আনোয়ার আলী। রথযাত্রার র‌্যালী আড়ুয়াপাড়া ইসকন মন্দির থেকে যাত্রা আরম্ভ করে শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে মাসীবাড়ি হরিবাসর সাবর্জনীন মন্দিরে গিয়ে সমাপ্ত হয়। নয়দিন ব্যাপী চলে রথযাত্রার অনুষ্ঠানমালা। রথযাত্রায় বৈদিক হোম যজ্ঞ, শঙ্খ আর উলুঁ ধ্বনিতে পবিত্র হয় ধরা ধাম। অনুষ্ঠানমালায় ছিল কীর্তনমেলা, বৈদিক নাটক, বৈদিক নৃত্য, ভজন সন্ধ্যা, বৈদিক গীতিনাট্য, পদাবলী কীর্তন, যাদু প্রদর্শনী, শিশুদের চিত্রাংকন, কুইজ প্রতিযোগিতা, শ্লোক আবৃত্তি ও জগন্নাথ লীলা মহিমা আলোচনা এবং মাসি বাড়ীতে আলোচনা শেষে মহাপ্রসাদ বিতরন করা হয়। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন শ্রীমান বৈষ্ণবানন্দ দাস ব্রহ্মচারী।

১৩. কিশোরগঞ্জ

সঞ্জয় কুমার ঘোষ : আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)-এর প্রচার কেন্দ্র, কিশোরগঞ্জ- এর উদ্যোগে শহরে টানা ৯ দিন ব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব-২০১৯। কিশোরগঞ্জে ইসকন-এর উদ্যোগে এবার নিয়ে রথযাত্রা উৎসবের ১২ বৎসর পূর্তি হলো। গত ০৪ জুলাই শনিবার রথের বর্ণাঢ্য শোভাযাত্রা উপলক্ষে কিশোরগঞ্জ কালীবাড়ী প্রাঙ্গণে বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রথের শোভাযাত্রা উদ্বোধন করেন- জনাব মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী, জেলা প্রশাসক, কিশোরগঞ্জ। বিশেষ অতিথি ছিলেন- পূজা উদযাপন পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাড. ভূপেন্দ্র ভৌমিক দোলন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাড. ক্ষিতিশ দেবনাথ, স্থানীয় প্রেসক্লাব সভাপতি জনাব আহমেদ উল্লাহ ও জেলা পূজা উদযাপন পরিষদের সাংস্কৃতিক সম্পাদক অ্যাড. সমর কান্তি সরকার প্রমুখ। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে আশির্বাদ বাণী প্রদান করেন- শ্রীমান অর্জুন প্রাণসখা দাস (অরুণ কুমার মালাকার), অতিঃ সচিব (পিআরএল)। আলোচকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমান সমর্পিত মাধব দাস, উপদেষ্টা, ইসকন-এর প্রচার কেন্দ্র, কিশোরগঞ্জ, কৃষিবিদ কাজল চন্দ্র পন্ডিত, জেলা বীজ প্রত্যয়ন অফিসার, কিশোরগঞ্জ। এছাড়াও জেলার বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ সভায় অংশ নেন। স্বাগত বক্তব্য রাখেন- কিশোরগঞ্জ ইসকন-এর প্রচার কেন্দ্রের ম্যানেজার শ্রীমান অনুপম গোবিন্দ দাস ও সভাপতিত্ব করেন সহঃ পরিচালক শ্রীধাম ব্রজনাথ দাসাধিকারী। আলোচনা সভার পর হাজারো ভক্তের স্বত:স্ফুর্ত অংশ গ্রহণে আরতি, নৃত্য-কীর্ত্তনের মাধ্যমে কালীবাড়ী প্রাঙ্গণ হতে বত্রিশ অজয় দাস স্মৃতি মন্দির অভিমুখে শুরু হয় জগন্নাথ, বলদেব ও শুভদ্রা দেবীর সু-সজ্জিত রথের বর্ণাঢ্য শোভাযাত্রা। ৯ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার বিভিন্ন দিনে উপস্থিত থেকে আশীর্বাদ বাণী প্রদান করেন- শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, সহ-সভাপতি, ইসকন, বাংলাদেশ, শ্রীপাদ সুমুখ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী, সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় নামহট্ট, ইসকন, বাংলাদেশ, শ্রীপাদ নিধিকৃষ্ণ দাস ব্রহ্মচারী, পরিচালক, তীর্থযাত্রা বিভাগ, স্বামীবাগ আশ্রম, ঢাকা প্রমুখ। এছাড়াও ১২ জুলাই উল্টো রথযাত্রা উপলক্ষে বত্রিশস্থ অজয়দাস স্মৃতি মন্দিরে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য প্রমোশন প্রাপ্ত পুলিশ সুপার জনাব মোঃ নাজমূল হক, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিজ্ঞ পিপি এ্যাডঃ শাহ্ আজিজুল হক, বিশিষ্ট আইনজীবী বাবু অশোক সরকার প্রমুখ। আলোচনায় অংশ নেন কিশোরগঞ্জ ইসকন-এর প্রচার কেন্দ্রের ভক্তবৃন্দ।

১৪. পাবনা

স্থানীয় সংবাদদাতা : বিশাল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ইস্কনের আয়োজনে পাবনায় শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হল। রথের দিন বিকালে রথের বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ^াস-সহ পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ। নয়দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানমালায় প্রধান আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ ভক্তিবিনয় স্বামী মহারাজ। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন পাবনা ইস্কন মন্দির অধ্যক্ষ শ্রীমান অনন্ত লীলাময় হরি দাস ব্রহ্মচারী।

১৫. শেরপুর, বগুড়া

কানাইপ্রেম দাস : প্রতি বছরের ন্যায় এবারও শ্রীশ্রীরাধাগোবিন্দ জিউ মন্দির শেরপুর বগুড়াÑর উদ্যোগে  ‘শ্রীশ্রীজগন্নাথদেবের রথযাত্রা’ মহোৎসবের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিচারপতি শ্রী সৌমেন্দ্র সরকার। নেত্র উৎসব, পাহÐি বিজয় সহ নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে রথ সমস্ত শেরপুর শহর পরিভ্রমণ করে ‘ষোলআনা কাচারি’ গুÐিচা মন্দিরে অবস্থান করে। গুÐিচা মন্দিরে সন্ধ্যাকালীন আরতি কীর্তনের পর ‘ভক্তের ভগবান’ নামে বৈদিক নাটক মঞ্চায়ন করা হয়। মায়াপুর হতে আগত শ্রীমান রথীরাজ রঞ্জন দাস বিশেষ প্রবচন প্রদান করেন। নয়দিন পর উল্টোরথের বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজিত হয়। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন অধ্যক্ষ শ্রীপাদ শচীনন্দন গৌরহরি দাস।

১৬. চাঁপাইনবাবগঞ্জ

চন্দন পাল : চাঁপাইনবাবগঞ্জ ইস্কন প্রচারকেন্দ্র থেকে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও শোভাযাত্রার আয়োজন করা হয়। র‌্যালিটি চাঁপাই নবাবগঞ্জ এর বড় ইন্দুরা মোড় থেকে বারঘরিয়া চুনরিপাড়া মন্দিরে এসে সমাপ্ত হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ অংশগ্রহণ করে। বাড়ঘরিয়া চুনাড়িপাড়া মন্দিরে নয়দিনব্যাপী ভজন-কীর্তন ও প্রসাদ বিতরণের আয়োজনকরা হয়। পরিশেষে উল্টোরথের বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুঠানের সমাপ্তি হয়।

১৭. জামরিলডাঙ্গা, নড়াইল

স্থানীয় সংবাদদাতা: নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নে অবস্থিত জামরিলডাঙ্গা গ্রামে শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরে ব্যাপক আয়োজনে রথযাত্রা উৎসব উদ্যাপিত হয়। রথের দিন অসংখ্য ভক্তের উপস্থিতিতে হরিনাম সংকীর্তনের মাঝে গ্রামের প্রধান সড়ক দিয়ে রথের শোভাযাত্রা পরিচালিত হয়। উক্ত অনুষ্ঠানে পৌরহিত্য করেন শ্রী নিখিল কুমার বিশ্বাস, প্রাক্তন প্রধান শিক্ষক, পি.পি.বি মাধ্যমিক বিদ্যালয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রী নিমাই চন্দ্র সেন, সভাপতিত্ব করেন শ্রী প্রশান্ত কুমার সরকার, প্রধান শিক্ষক, জে.এম.পি. আলতাফ মোল্যা মাধ্যমিক বিদ্যালয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত¡াবধানে ছিলেন শ্রী সূর্যদেব রায়, সন্তোষ ঘটক ও মৃন্ময় সরকার। নয়দিনব্যাপী নানা আয়োজনের পর উল্টোরথের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন শ্রী মিলন বিশ্বাস।

১৮. মাগুরা

জয়ন্ত জোয়াদ্দার: মাগুরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রার নয় দিনব্যাপী উৎসব শুরু হয়। তদুপলক্ষে নতুন বাজার সাহাপাড়া থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে আবারও নতুন বাজার এসে শেষ হয়। এর আগে, রথযাত্রা উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সাধু সনৎকুমার দাসাধিকারী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- শ্রী বীরেন শিকদার এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আলী আকবর, সিভিল সার্জন আলোক সাহা, শ্রীমান পরমপুরুষ কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রমুখ।

Share on

Facebook
Twitter
LinkedIn