কুন্তীদেবীর শিক্ষা

কুন্তীদেবীর শিক্ষা

কুন্তীদেবীর শিক্ষা গ্রন্থটি একটি মহামান্বিত গ্রন্থ। পাণ্ডব-জননী কুন্তীদেবী ছিলেন শ্রীকৃষ্ণের পিতৃষ্বসা। শ্রীকৃষ্ণের সঙ্গে এই সামাজিক সম্বন্ধ থাকা সত্ত্বেও ভগবানের সর্বোত্তম দিব্য স্বরূপ তিনি পূর্ণরূপে হৃদয়ঙ্গম করেছিলেন। এই সাধ্বী মহীয়সী ও ভগবদ্ভক্ত দেবী কুন্তী কী ধরনের সরল ও আবেগময় দিব্য জ্ঞানপ্রদ প্রার্থনা ভগবানের কাছে করেছিলেন, যেগুলো হাজার হাজার বছর ধরে মুনি-ঋষিরা প্রার্থনা, গান এবং কীর্তন করেছেন! শ্রীমদ্ভাগবতের ২৬টি শ্লোক সমন্বিত কুুন্তীদেবীর সেই কৃষ্ণবন্দনাগুলো ভগবৎ-সাহিত্যের সর্বশ্রেষ্ঠ অবদান। শ্রীল প্রভুপাদ উক্ত শ্লোকগুলোর অপূর্ব সুন্দর ভাষ্য প্রদান করেছেন। রঙিন অদ্বিতীয় চিত্রসমন্বিত এই গ্রন্থটি জীবন-রহস্য সম্পর্কে মানুষের কাছে এক অমূল্য সম্পদরূপে গণ্য হবে।

Share on

Facebook
Twitter
LinkedIn