গীতা জয়ন্তী উদযাপন

গীতা জয়ন্তী উদযাপন

প্রায় পাঁচ হাজার বছর পূর্বে কুরুক্ষেত্রের রণাঙ্গনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন মহাশয়কে উপলক্ষ্য করে সমগ্র মানবজাতির জন্য শ্রীমদ্ভগবদ্গীতার অপ্রাকৃত জ্ঞান প্রদান করেছিলেন, যেন তারা মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করতে পারে। ভগবদ্গীতার উদ্দেশ্য মানবজাতিকে জড়-জাগতিক অজ্ঞানান্ধকার থেকে দিব্যজ্ঞানের আলোকে উদ্ভাসিত করা এবং জড়বন্ধন থেকে চিরমুক্তির পথ প্রদর্শন করা।

ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণীসমন্বিত এই ভগবদ্গীতা সমগ্র বেদের সারস্বরূপ। তাই ভগবদ্গীতার আরেক নাম গীতোপনিষদ এবং তা বৈদিক সাহিত্যের শ্রেষ্ঠ উপনিষদ।

গত ৮ ডিসেম্বর, ২০১৯ শ্রীশ্রী মোক্ষদা একাদশীর পুণ্যতিথিতে ইস্কন স্বামীবাগ আশ্রমে শ্রীশ্রী গীতা-জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ভক্তগণ ভগবদ্গীতার আঠারোটি অধ্যায়ের সাতশত সংস্কৃত শ্লোক সমবেতভাবে আবৃত্তি করেন। এরপর গীতার আলোকে বিশেষ প্রবচন প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষভাগে গীতাসহ শ্রীল প্রভুপাদের ভাষ্যকৃত অন্যান্য ধর্মীয় গ্রন্থাবলি বিতরণ করা হয়। এভাবে দিনব্যাপী গীতা-জয়ন্তী ও ‘শ্রীল প্রভুপাদ গ্রন্থ-ম্যারাথন’ পালিত হয়।

এছাড়াও ইস্কন শ্রীশ্রীরাধারমণ মন্দিরের (উত্তরা , ঢাকা)  উদ্যোগে ১৩ ডিসেম্বর একইভাবে গীতা-জয়ন্তী স্মরণোৎসব উদযাপন করা হয়।

Share on

Facebook
Twitter
LinkedIn