শ্রীঈশোপনিষদ

শ্রীঈশোপনিষদ

বেদের সারকে বলা হয় উপনিষদ, আর উপনিষদসমূহের অন্যতম হলো যজুর্বেদের অন্তর্গত ‘শ্রীঈশোপনিষদ’। পরম সত্য সম্বন্ধে অবগত হওয়ার জন্য এতে রয়েছে আঠারোটি মূল্যবান বেদমন্ত্র। প্রতি মন্ত্রের শব্দার্থ ও প্রভুপাদকৃত সহজ-সরল অনুবাদসহ বিস্তৃত তাৎপর্য সমন্বিত এই অপূর্ব গ্রন্থটির মাধ্যমে নিঃসন্দেহে মানুষ উপকৃত হবে। যেকোনো পাঠকই এই গ্রন্থটির সমাদর করে থাকেন।

Share on

Facebook
Twitter
LinkedIn

অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ​

আরও বই