দীনমনি নিতাই দাস
সম্প্রতি সাভার, কাতলাপুরে অবস্থিত শ্রীশ্রী কানাইলাল জিউ মন্দির (ইস্কন) -এ ভারতীয় অর্থায়নে নির্মিত ভক্তিবেদান্ত ভবনের শুভ উদ্বোধন করা হয়। তদুপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধকের আসন অলঙ্কৃত করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার মহামান্য শ্রীমতি রীভা গাঙ্গুলী দাস এবং প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন মাননীয় ড. মো. এনামুর রহমান, এমপি, প্রতিমন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। দুপুর ১২টা থেকে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। ২০১৭ এর জুনে ভারতীয় বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ বাংলাদেশ ভ্রমনকালে এই ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ৫ তলা ও ৭০ টি কক্ষ বিশিষ্ট এবং আধুনিক সুব্যবস্থা সম্বলিত এই ভবনটি ছাত্রাবাস, অনাথাশ্রম এবং বৃদ্ধাশ্রম হিসেবে ব্যবহার জন্য নির্মিত হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানের প্রারম্ভেই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কীর্তনীয়া শ্রীপাদ কৃষ্ণকীর্তন দাস ব্রহ্মচারী ভজন কীর্তন পরিবেশন করেন এবং সবশেষে পরিবেশিত হয় আকর্ষনীয় ভরতনাট্যম। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে আরও ছিলেন হাজী মো. আবদুল গণী, মেয়র, সাভার পৌরসভা, ঢাকা; জনাব মনজুর আলম রাজীব, চেয়ারম্যান, সাভার উপজেলা এবং জনাব মো: আবদুস সাত্তার, কাউন্সিলর, ৬নং ওয়ার্ড, সাভার পৌরসভা। মন্দির কর্তৃপক্ষ অতিথিদের বিশেষ করে ভারতীয় হাইকমিশনার শ্রীমতি রীভা গাঙ্গুলীকে বিশেষ ভাবে স্বাগত জানান।
নতুন ভবনে অবস্থিত হলরুমে দর্শক-শ্রোতাদের মাঝে অতিথিগণ তাদের মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন। শ্রীমতি রীভা গাঙ্গুলী তার বক্তব্যে বলেন, “প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত সবসময় বাংলাদেশকে গুরুত্ব প্রদান করে থাকে, বিভিন্ন সময়ে ব্যবসায়িক ও সাংস্কৃতিক ভত্তিতে সহায়তা করে। শুধু হিন্দু ধর্মাবলম্বী নয় বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যসহ সকল সাংস্কৃতিক কর্মকান্ডে ভারত বাংলাদেশের পাশে থাকবে বলে আশা ব্যক্ত করেন।” আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, সহ-সভাপতি, ইস্কন বাংলাদেশ। স্বাগত বক্তব্য উপস্থাপন করেন ইস্কনের সাধারণ সম্পাদক শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী এবং সভাপতিত্ব করেন শ্রীপাদ শুদ্ধসত্ত! গোবিন্দ দাস, সভাপতি, ইস্কন, বাংলাদেশ।