ভক্তিরসামৃতসিন্ধু

ভক্তিরসামৃতসিন্ধু

যেকোনো প্রকারে শ্রীকৃষ্ণকে ভালোবাসার সুপ্ত প্রবৃত্তিকে যদি কেউ জাগরিত করেন, তাহলে তাঁর মনুষ্য জীবন সার্থক হয়। এটা কোনো কল্পনাপ্রসূত মতবাদ নয়, বাস্তব সত্য এবং তা ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে উপলব্ধি করা যায়। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে জীবের পাঁচটি মুখ্য রসের সম্বন্ধ রয়েছে। শ্রীল রূপ গোস্বামী আমাদের জন্য সেই ভক্তিরসের অমৃত দান করেছেন তাঁর ‘ভক্তিরসামৃতসিন্ধু’ গ্রন্থে। সেই সিন্ধুর একবিন্দুই আমাদের জীবনে ভক্তিরসামৃতসিন্ধু সৃষ্টি করবে। তাই সেই মূল গ্রন্থেরই সহজ-সরল বিশ্লেষণ রয়েছে শ্রীল প্রভুপাদকৃত এই গ্রন্থে। বাংলা ভাষায় প্রাঞ্জল ছোট ছোট দৃষ্টান্তসহ ভক্তিরস সম্বন্ধে জানার জন্য অবশ্যই এই গ্রন্থটি অপরিহার্য।

Share on

Facebook
Twitter
LinkedIn

অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ​

আরও বই