১৮৯৬ সালে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পরদিন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ ভারতের কলকাতায় আবির্ভূত হন। বৈষ্ণব পঞ্জিকা অনুযায়ী সেই তিথিটিকে নন্দোৎসব বলা হয়, পুত্রের জন্ম উপলক্ষ্যে নন্দ মহারাজ সেদিন বিশাল মহোৎসবের আয়োজন করেন।
ইস্কন ভক্তদের জন্য শ্রীল প্রভুপাদের আবির্ভাব তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এদিন তারা তাদের নিত্য পরিত্রাণ কর্তা শ্রীল প্রভুপাদের মহিমা কীর্তনের সুযোগ পায়। ভক্তগণ অর্ধদিবস উপবাস করে শ্রীল প্রভুপাদের বিশেষ পূজায় অংশগ্রহণ করেন।
সচ্চিদানন্দ শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর সজ্জনতোষণীতে লিখেছেন, “শীঘ্রই ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, জার্মানি, আমেরিকা প্রভৃতি দেশে ভগবান শ্রীকৃষ্ণের নামকীর্তন শোনা যাবে।”
পৃথিবীর প্রতিটি নগরাদি গ্রামে ভগবানের দিব্যনাম প্রচারকল্পে শ্রীচৈতন্য মহাপ্রভুর ভবিষ্যদ্বাণী সার্থক করতে শ্রীল প্রভুপাদ প্রেরিত হয়েছেন। শ্রীল প্রভুপাদ একজন শুদ্ধভক্ত হিসেবে গড়ে ওঠেন এবং সর্বত্র কৃষ্ণভাবনামৃত প্রচার করেন। শ্রীল প্রভুপাদ তাঁর গ্রন্থের মাঝে চিরজীবি হয়ে আছেন।