দামোদর উৎসব

দামোদর উৎসব

শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শ্রীল সনাতন গোস্বামী পাদের বৈষ্ণব তোষণী গ্রন্থের উদ্ধৃতি দিয়ে বলেছেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দামবন্ধন লীলাটি দীপাবলির দিন হয়েছিল । ভারতেও কার্তিক মাসের এ দিনটি আড়ম্বরে পালন করা হয় ।

( শ্রীমদ্ভাগবতম ১০/৯/১-২ তাৎপর্য )
দামোদর ব্রত পূর্ণিমাতে শুরু হয়ে একমাস ধরে চলে । শ্রীকৃষ্ণের একটি নাম দামোদর । দাম অর্থ দড়ি এবং উদর অর্থ পেট । তাই “দামোদর মানে যার পেটের চারদিকে দড়ি বাঁধা হয়েছে । ”

শ্রীমদ্ভাগবতমের‌ দশম স্কন্ধে বর্ণিত এ লীলাতে শ্রীকৃষ্ণ মাখনের ভাণ্ড ভেঙ্গে মা যশোদাকে ক্রোধান্বিত করেছিলেন । তারপর তিনি ক্রোধিত মা যশোদাকে তার দিকে ধেয়ে আসতে দেখে পলায়ন করতে লাগলেন । অনেক প্রচেষ্টার পর মা যশোদা কৃষ্ণকে ধরতে সমর্থ হলেন এবং একটি উদুখলের সাথে তাকে দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করলেন । কিন্তু অলৌকিকভাবে প্রতিবার ২ ইঞ্চি করে দড়ি কম পড়লো । তিনি বার বার দড়ি যোগ করলেন এবং পূনরায় বাঁধার চেষ্টা করলেন কিন্তু আশ্চর্যজনকভাবে প্রতিবারই ২ ইঞ্চি করে দড়ি কম পড়লো । অবশেষে কৃষ্ণ মা যশোদার ঐকান্তিক প্রচেষ্টায় সন্তুষ্ট হয়ে দড়িতে বাঁধা পড়লেন । এরপর থেকে শ্রীকৃষ্ণের একটি নাম হল দামোদর ।

অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রভুকে এভাবে দড়িতে বাঁধা দেখে ভক্তরা রোমাঞ্চিত হন । কৃষ্ণের দিব্য গুণাবলী ভক্তদের যারপরনাই আকর্ষণ করে । কৃষ্ণের ওপর প্রভুত্ব করার কোনো ইচ্ছেই ভক্তদের নেই । কিন্তু যখন তার শুদ্ধভক্তরা তাকে শাসন করে এবং তাকে নিয়ন্ত্রণ করে তিনি অত্যন্ত প্রীত হন । ভক্ত এবং ভগবান উভয়েই পরস্পরের দ্বারা নিয়ন্ত্রিত হবার বাঞ্ছা করে । ভক্তি যখন অহৈতুকি হয় তখন ভগবান প্রভুত্ব নয় নিয়ন্ত্রিত হয়েই আনন্দ লাভ করেন ।

শ্রীমদ্ভাগবতের ৬/১৬/৩৪ শ্লোকের তাৎপর্যে শ্রীল প্রভুপাদ লিখেছেন : “ভগবান ও ভক্ত উভয়েরই জয় হয়। ভক্ত ভগবানের দ্বারা এবং ভগবান ভক্তের দ্বারা বিজিত হন । পরস্পরের দ্বারা বিজিত হবার ফলে তারা উভয়েই তাদের সেই সম্পর্কের মাধ্যমে অপার আনন্দ আস্বাদন করেন । ”

পুরো মাস ভগবানের দিব্য লীলার শ্রবণ কীর্তনে মগ্ন থেকে ভক্তরা শ্রীকৃষ্ণের গভীর সান্নিধ্য লাভ করেন। আপনিও এর মাহাত্ম্য উপলব্ধি করতে পারেন । কার্তিক মাসে যেকোনো ইসকন মন্দিরে গিয়ে দামোদরাষ্টকম কীর্তন করতে করতে ভগবানকে একটি প্রদীপ নিবেদন করে আপনিও এতে অংশগ্রহণ করতে পারেন । এমনকি মন্দিরে যেতে না পারলেও একইভাবে বাড়িতেও কীর্তন করে কৃষ্ণকে প্রদীপ নিবেদন করতে পারেন ।

Share on

Facebook
Twitter
LinkedIn

অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ​

আরও উৎসব