জীবন আসে জীবন থেকে

জীবন আসে জীবন থেকে

আধুনিক বিজ্ঞান ও বৈজ্ঞানিকদের দৃষ্টিভঙ্গি, মতবাদ এবং সিদ্ধান্ত সম্বন্ধে শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক অতি উন্নত সমালোচনামূলক এই জীবন আসে জীবন থেকে গ্রন্থ। এতে তাঁর সূক্ষ্ম বিশ্লেষণে জীবনের উৎস এবং জীবনের উদ্দেশ্য সম্বন্ধে আধুনিক বৈজ্ঞানিকদের মতবাগুলো যে কত ভ্রান্ত তা প্রকট হয়ে উঠেছে।

তিনি কেবল আধুনিক বিজ্ঞানের ভ্রান্তিই দেখাননি, কোনো প্রমাণ ছাড়াই যে মনগড়া অনুমানগুলো বৈজ্ঞানিক তথ্য বলে প্রচার করে জনসাধারণকে প্রতারণা করা হয়েছে তাও তিনি দেখিয়েছেন। তাঁর এই গ্রন্থে উপর্যুক্ত সমস্যাকে কী করে আধ্যাত্মিকভাবে সমাধান করা যায়, সে বিষয়ে বিভিন্ন বিজ্ঞানীদের সঙ্গে আলোচনার সার কথাও লিপিবদ্ধ হয়েছে।

Share on

Facebook
Twitter
LinkedIn

অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ​

আরও বই