প্রভুপাদ

প্রভুপাদ

ইস্কনের প্রতিষ্ঠাতা-আর্চায শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অনবদ্য জীবন চরিত গ্রন্থ ‘প্রভুপাদ’। ১৯৬৫ সালে বৃদ্ধ বয়সে সাগর পাড়ি দিয়ে পশ্চাত্যদেশে শ্রীল প্রভুপাদ কীভাবে কৃষ্ণভাবনামৃত প্রচার করেছিলেন এবং ১০৮টি মন্দির নির্মাণ করেছিলেন, কীভাবে নানাবিধ অসুবিধাকে অবনত করে সারা বিশ্বের মানুষকে শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর হরিনাম সংকীর্তন আন্দোলনে উদ্বুদ্ধ করে মানব সমাজকে নির্বিশেষবাদ, শূন্যবাদ ও হতাশা থেকে রক্ষা করে আনন্দময় জীবন গঠনে সোচ্চার হয়েছিলেন, সেই নিদারুন কথা এই গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে ।

Share on

Facebook
Twitter
LinkedIn

অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ​

আরও বই