শ্রীমদ্ভাগবত
মহর্ষি শ্রীকৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বিরচিত এবং কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের সহজ-সরল প্রাঞ্জল তাৎপর্য সমন্বিত অমল পুরাণ শ্রীমদ্ভাগবত। “পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যখন তাঁর লীলা সংবরণ করে নিজ ধামে গমন করলেন, তখন সূর্যের মতো উজ্জ্বল এই ভাগবত পুরাণের উদয় হয়েছে। যেসমস্ত মানুষ কলিযুগের অজ্ঞান-অন্ধকারে আচ্ছন্ন হয়ে দৃষ্টিহীন হয়ে পড়েছেন, তারা এই ভাগবত পুরাণ থেকে তত্ত্বজ্ঞানের আলোক …