ভক্তবৎসল শ্রীনৃসিংহদেব
ভক্তবৎসল শ্রীনৃসিংহদেব বইটিতে বলা হয়েছে কিভাবে ভগবান শ্রীনৃসিংহদেব তার ভক্তদের বিপদ থেকে রাক্ষা করেন। যাঁর জন্য ভগবান শ্রীনৃসিংহদেব অবতীর্ণ হয়েছিলেন, সেই প্রহ্লাদ মহারাজ ভবিষ্যদ্বাণী করেন, আপদে বিপদে মানুষ সংকটনাশক ও সুরক্ষাদানকারী নৃসিংহদেবকে স্মরণ করবে। সেই ভক্তবৎসল ভগবান নৃসিংহদেব, ভক্ত প্রহ্লাদ, অসুর হিরণ্যকশিপু প্রমুখ চরিত্রের কথা বর্ণিত হয়েছে এই পুস্তিকায়।