March 1, 2022

বৈষ্ণব শ্লোকাবলী

বৈষ্ণব শ্লোকাবলী গ্রন্থটিতে বিষয়ভিত্তিক শাস্ত্র প্রমাণ এবং শ্লোক লিপিবদ্ধ রয়েছে। লোকে শাস্ত্র প্রমাণ চায়, আর প্রচারক বৈদিক গ্রন্থের কোনো শ্লোক উদ্ধৃত করে প্রমাণ দেখিয়ে শ্লোকের ব্যাখ্যা করেন। সাধারণত বিষয়ভিত্তিক শাস্ত্র প্রমাণ এবং কোনো শ্লোক মুখস্ত রাখতে এটি বেশ উপযোগী।

বৈদিক সাম্যবাদ

বৈদিক সাম্যবাদ

কেবল জড়-কেন্দ্রিক জীবনের মাধ্যমে মানুষ কখনো শান্তি ও সমৃদ্ধি লাভ করতে পারে না। মস্কো বিশ্ববিদ্যালয়ের ভারত-তত্ত্ববিদ পণ্ডিত প্রফেসর কটভস্কির সঙ্গে প্রভুপাদের জ্ঞানগর্ভ আলোচনা, কমিউনিজমের ভ্রান্তি, শান্তির সূত্র ইত্যাদি প্রবন্ধ নিয়ে প্রকাশিত হয়েছে ‘বৈদিক সাম্যবাদ’ গ্রন্থটি, যাতে বেদ নির্দেশিত যথার্থ সাম্যবাদের পন্থা উল্লেখ করা হয়েছে ।