শ্রীল প্রভুপাদের ব্যাসপূজা
১৮৯৬ সালে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পরদিন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ ভারতের কলকাতায় আবির্ভূত হন। বৈষ্ণব পঞ্জিকা অনুযায়ী সেই তিথিটিকে নন্দোৎসব বলা হয়, পুত্রের জন্ম উপলক্ষ্যে নন্দ মহারাজ সেদিন বিশাল মহোৎসবের আয়োজন করেন। ইস্কন ভক্তদের জন্য শ্রীল প্রভুপাদের আবির্ভাব তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এদিন তারা তাদের নিত্য …