নৃসিংহ চতুর্দশী
হিরণ্যকশিপুকে বধ করে ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্যে ভগবান নৃসিংহ দেব এই দিনে আবির্ভূত হন। নৃ অর্থাৎ মানুষ এবং সিংহ এই দুটি শব্দ একসাথে মিলে হয়েছে নৃসিংহ । ব্রহ্মার দ্বারা বিশেষ বরপ্রাপ্ত হিরণ্যকশিপুকে বধ এবং ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার উদ্দেশ্যেই তিনি এই অর্ধ নর এবং অর্ধ সিংহের মত বিশেষ রূপ নিয়ে আবির্ভূত হন । শ্রী …