শ্রীল প্রভুপাদের যেমন কর্ম তেমন ফল গ্রন্থটি মানবজীবনের অতি প্রয়োজনীয় একটি গ্রন্থ। এই পৃথিবীতে কর্ম না করে কেউই বাঁচতে পারে না। কোনো কর্মের ফল সুখদায়ক আবার কোনোটি দুঃখদায়ক। জগতে কেউ সুখী কেউবা দুঃখী। কেননা, যেমন কর্ম তেমন ফল। কর্ম ও তার প্রতিক্রিয়া নিয়ে সন্নিবেশিত এই গ্রন্থ।
যেমন কর্ম তেমন ফল
Share on
Facebook
Twitter
LinkedIn
“শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এক অমূল্য কর্তব্য সম্পাদন করেছেন। মানব সমাজের মুক্তির জন্য তাঁর রচিত গ্রন্থগুলি এক অনবদ্য অবদান”
“পাশ্চাত্যের অত্যন্ত সক্রিয় এবং স্থুল জড়বাদপ্রসূত, সমস্যা জর্জরিত, ধ্বংসোন্মুখ, পারমার্থিক চেতনাবিহীন এবং অন্তঃসারশূন্য সমাজের কাছে স্বামী ভক্তিবেদান্ত এক মহান বাণী বহন করে নিয়ে এসেছেন। সেই গভীরতা ব্যতীত অমাদের নৈতিক এবং রাজনৈতিক প্রতিবাদগুলো অন্তঃসারশূন্য কথা ছাড়া আর কিছুই নয়”
“এ. সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ একজন অত্যন্ত বর্ধিষ্ণু আচার্য এবং এক মহান সংস্কৃতির উত্তরাধিকারী”
“শ্রীল এ.সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের প্রকাশিত গ্রন্থাবলি পাঠ করে অমি অত্যন্ত উৎসাহিত হয়েছি। সেগুলো ‘গুরু’ এবং যোগী সম্বন্ধে ভ্রান্ত ধারণাপ্রসূত যে ভয়ংকর প্রবঞ্চনা চলছে, তা বন্ধ করবে এবং সমস্ত মানুষকে বৈদিক সংস্কৃতির যথার্থ অর্থ হৃদয়ঙ্গম করার সুযোগ দেবে”
“এ.সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের রচিত গ্রন্থগুলি কেবল সুন্দরই নয়, তা বর্তমান যুগের পক্ষে অত্যন্ত প্রাসঙ্গিক বিশেষ করে যখন সমগ্র মানবজাতিই জীবনের আসল উদ্দেশ্য সম্পাদনের জন্য এক সাংস্কৃতিক পন্থার অন্বেষণ করছে”
ডঃ সি. এল. স্প্রেডবারিপ্রফেসর অব্ সোসিওলজি, স্টিফেন এফ অস্টিন স্টেট্ ইউনিভার্সিটি
Previous
Next
অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ
- ইসকনের প্রতিষ্ঠাতা
- জন্ম: ১ সেপ্টেম্বর ১৮৯৬
- মৃত্যু: ১৪ নভেম্বর ১৯৭৭
আরও বই