ভক্তবৎসল ভগবান

ভক্তবৎসল ভগবান

ভক্তবৎসল ভগবান বইটিতে বলা হয়েছে কিভাবে ভগবান কে লাভ করা যায়। ভক্তির মাধ্যমেই কেবল ভগবানকে লাভ করা যায়। আর ভক্তের প্রেমভক্তিতে বশীভূত পরমেশ্বর ভগবান ভক্তের অধীন হয়ে যান। তাই কখনো পুত্র, কখনো সখা বা আজ্ঞাবহ সেবকরূপে তিনি আচরণ করেন। ভক্তের জন্য সাক্ষী দিতে বিগ্রহ হয়েও চলতে শুরু করেন এমনই তাঁর ভক্তবাৎসল্য। তাই ভক্তবৎসল ভগবানরূপে তিনি জগৎ-বিখ্যাত। ভক্ত ও ভগবানের এমন সুমধুর আলোচনায় পরিপূর্ণ ভক্তবৎসল ভগবান গ্রন্থটি।

Share on

Facebook
Twitter
LinkedIn

অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ​

আরও বই