বৃন্দাবনের অরণ্যানীতে শ্রীশ্রীরাধাগোবিন্দের ঝুলন লীলা অনুস্মরণে ঝুলন যাত্রা উদযাপিত হয়। শ্রীল প্রভুপাদের নির্দেশানুসারে ইসকন মন্দিরগুলোতে ৫ দিন ব্যাপী অনুষ্ঠান আয়োজন করা হয়। এটি অত্যন্ত মনোমুগ্ধকর উৎসব।
শ্রাবণ মাসে (জুলাই-আগস্ট) ঝুলন যাত্রা উদযাপিত হয়। অনুষ্ঠানটি শ্রাবণ শুক্লপক্ষীয়া পবিত্রারোপন একাদশীর তিথি থেকে শুরু হয়ে তা শ্রাবণ পূর্ণিমা পর্যন্ত ৫ দিন ব্যাপী পালিত হয়।
শ্রীশ্রীরাধাগোবিন্দের শ্রীবিগ্রহগণকে সুসজ্জিত একটি দোলনায় রাখা হয়। আরতি শেষে, উপস্থিত ভক্তগণ শ্রীবিগ্রহকে দোলান। নানা রকম ফুল, পাতা দিয়ে দোলনা সজ্জিত করা হয় যা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাভূমি বৃন্দাবন ধামের মতো পরিলক্ষিত হয়। এই দিনটিতে ভক্তবৃন্দ শ্রীশ্রী রাধাগোবিন্দের আনন্দ বিধানের জন্য খুব যত্নসহকারে অনুষ্ঠান আয়োজন করেন যা অতিথিদের উৎফুল্ল করে তোলে।
ভক্তবৃন্দ শ্রীবিগ্রহকে মনোমুগ্ধকর কীর্তনের তালে দোলান এবং বিশেষ প্রার্থনা নিবেদদন করেন। আনন্দঘন ও উৎফুল্ল আবহে মন্দিরের প্রত্যেকেই শ্রীশ্রী রাধা-কৃষ্ণের অন্তরঙ্গ সেবা করার সুযোগ পেয়ে থাকেন।