গীতার রহস্য

গীতার রহস্য

ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার শিক্ষা দানের জন্য এই জড়জগতে প্রায় পাঁচ হাজার বছর পূর্বে অবতরণ করেছিলেন। এই গীতার রহস্য হলো লীলা পুরুষোত্তম ভগবানের পাদপদ্মে শরণাগত ব্যক্তি জড়কলুষ থেকে মুক্ত হয়ে প্রেমভক্তির স্তরে অধিষ্ঠিত হওয়া, যার ফলে তিনি চিন্ময় আনন্দ আস্বাদন করেন এবং তাঁর প্রকৃত আলয় ভগবদ্ধামে ফিরে যেতে পারেন। শ্রীল প্রভুপাদ তাঁর স্বরচিত বাংলা রচনাবলির মাধ্যমে যে মূল্যবান শিক্ষা জগদ্বাসীকে প্রদান করেছেন, সেই শিক্ষাগুলো ‘গীতার রহস্য’ নামে পুস্তিকা আকারে প্রকাশ করা হয়েছে।

Share on

Facebook
Twitter
LinkedIn