বাংলাদেশের অন্যতম বৃহৎ সনাতন ধর্মীয় মেলা খেতুরী মহোৎসব, যা প্রেমভক্তি মহাজন শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের তিরোভাব তিথি উপলক্ষে আয়োজিত হয়। এটি বৃহত্তর উত্তরবঙ্গের সবচেয়ে বড় মেলা এবং প্রতি বছর এ মেলায় বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে প্রায় লক্ষাধিক ভক্তের আগমন ঘটে। এ বছর মেলা উপলক্ষে ১৭-১৯ অক্টোবর আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্্কন) খেতুরী, গোদাগাড়ী, রাজশাহী কেন্দ্রের উদ্যোগে তিনদিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানমালায় ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয় রচিত ভজন কীর্তন, নরোত্তম চরিত্রকথা, সহস্রাধিক দামোদর প্রদীপ প্রজ্জ্বলন ও কীর্তনমেলা।
নরোত্তম চরিত্রকথা পরিবেশন করেন শ্রীধাম মায়াপুর থেকে আগত শ্রীপাদ নাড়–গোপাল দাস। নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের জীবনের উপর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, এমপি, গোদাগাড়ী। এমপি মহোদয় ইস্কনের সুশৃঙ্খল আয়োজন, ভক্তদের অক্লান্ত পরিশ্রম, সবার মাঝে অকাতরে প্রসাদ বিতরণ প্রভৃতি কার্যক্রম দেখে অত্যন্ত আনন্দিত হয়ে অনুষ্ঠানের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন ও ভবিষ্যতে ধাম উন্নয়ন প্রকল্পে সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী সঞ্জিব কুমার ভাটি, সহকারী হাই কমিশনার, ভারতীয় দূতাবাস, রাজশাহী; জনাব মোঃ ইমরানুল হক, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা, গোদাগাড়ী উপজেলা এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রীমান পার্থসারথী কৃষ্ণদাস ব্রহ্মচারী (পরিচালক, ইস্কন, খেতুরী ধাম)। খেতুরী ধাম উন্নয়ন প্রকল্পে যারা সহায়তা করেছেন সম্মানিত অতিথিবৃন্দের উপস্থিতিতে তাদের মাঝে ইস্কন আজীবন সদস্য কার্ড ও শ্রীল জয়পতাকা স্বামী মহারাজের স্বাক্ষরিত জমি দাতা সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানমালার দ্বিতীয় দিন সন্ধ্যায় রংপুর ভক্তিবেদান্ত ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল এক অপূর্ব সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে আশির্বাদক হিসেবে উপস্থিত ছিলেন ইস্কন বাংলাদেশের সন্ন্যাসীত্রয়Ñ শ্রীমৎ ভক্তিপ্রিয়ম্্ গদাধর গোস্বামী মহারাজ, শ্রীমৎ ভক্তিঅদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ , শ্রীমৎ ভক্তিবিনয় স্বামী মহারাজ। প্রধান আলোচক ছিলেন শ্রীপাদ নাড়– গোপাল দাস (ইস্কন বাংলাদেশ জি.বি.সি প্রতিনিধি) এবং আলোচকবৃন্দের মধ্যে ছিলেন শ্রীপাদ পদ্মনয়ন দাস ব্রহ্মচারী, পরিচালক, মায়াপুর ইনস্টিটিউট, শ্রীধাম মায়াপুর; শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রহ্মচারী (সাধারণ সম্পাদক, ইস্কন, বাংলাদেশ), শ্রীপাদ জগৎগুরু গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী (যুগ্ম-সাধারণ সম্পাদক, ইস্কন, বাংলাদেশ)।
অনুষ্ঠানের উল্লেখযোগ্য একটি অংশ ছিল আগত দর্শনার্থীদের মাঝে কৃষ্ণভাবনামৃত প্রচার। বিখ্যাত কীর্তনীয়া মধুপতি মাধব দাস ব্রহ্মচারী নেতৃত্বে বিষ্ণুজন স্বামী মহারাজের রাধা দামোদর বিলাসের আদলে গৌর নিতাই সহ হরিনাম সংকীর্তন দল সারা খেতুরীব্যাপী হরিনাম সংকীর্তন ও প্রচার করে। এছাড়া ভক্তরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে নরোত্তম চরিতসহ শ্রীল প্রভুপাদের বিভিন্ন গ্রন্থ আগত দর্শনার্থীদের মাঝে প্রচার করেন। অনুষ্ঠানের এই তিন দিনে লক্ষাধিক ভক্তের মাঝে সুস্বাদু কৃষ্ণ প্রসাদ বিতরণ করা হয়। উল্লেখ্য যে, গত বছরের এই সময় প্রায় সাড়ে ১২ বিঘা জমি ক্রয় করে খেতুরী ধামে ইস্কন মন্দির প্রতিষ্ঠিত হয়। মন্দিরটির সার্বিক উন্নয়নকল্পে বাংলাদেশ ইস্কন তথা স্থানীয় কর্তৃপক্ষ অত্যন্ত তৎপরতার সাথে কাজ করে যাচ্ছে।