শ্রী জগন্নাথ মিশ্র এর জন্মস্থান

ঢাকা দক্ষিণ (শ্রী জগন্নাথ মিশ্র)

শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতা শ্রীজগন্নাথ মিশ্র ও তাঁর পিতা শ্রীউপেন্দ্র মিশ্রের জন্মস্থান শ্রীহট্টের (বর্তমান সিলেট) ঢাকা দক্ষিণ। শ্রীচৈতন্য মহাপ্রভুর পিতা শ্রীজগন্নাথ মিশ্র ছিলেন শ্রীউপেন্দ্র মিশ্রের পঞ্চম পুত্র। বাল্যকালীন শিক্ষালাভের পর উচ্চশিক্ষা লাভের জন্য শ্রীজগন্নাথ মিশ্র নবদ্বীপ ধামে গমন করেন। উচ্চশিক্ষা সমাপ্তির পর শ্রীজগন্নাথ মিশ্রের সাথে শচীদেবীর বিবাহ হয়। তাঁদের প্রথমে পর পর আটটি কন্যা সন্তানের জন্ম হয়েছিল, কিন্তু জন্মের সাথে সাথে সেই কন্যাদের মৃত্যু হয়। শ্রীজগন্নাথ মিশ্র তখন পুত্র কামনা করে আরাধনা করলে প্রথমে সংকর্ষণের প্রকাশরূপে শ্রীজগন্নাথ মিশ্র ও শচীদেবীকে আশ্রয় করে শ্রীবিশ্বরূপের আবির্ভাব ঘটে।

জগন্নাথ মিশ্র ও শচীদেবী
শ্রী জগন্নাথ মিশ্র ও শচীদেবী

তার কিছুকাল পরে একসময় জগন্নাথ মিশ্র এবং শচীদেবী শ্রীহট্টে গিয়ে পিতা-মাতার সেবায় মনোনিবেশ করেছিলেন। সেখানে একদিন শ্রীজগন্নাথ মিশ্রের মাতা শোভাদেবী রাত্রে স্বপ্ন দেখেন যে, ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ স্বয়ং তাঁর নাতিরূপে আসছেন। কিন্তু স্বপ্নাদেশে বলা হয়েছে যে, শচীদেবীকে যেন অতি শীঘ্র নবদ্বীপে প্রেরণ করা হয়, না  হলে অমঙ্গল হবে। এ স্বপ্ন দর্শনে শোভাদেবী আনন্দ বর্ধন হলেও যুগপৎ তাদের বিচ্ছেদ চিন্তায় খুবই দুঃখিত হলেন। ছেলে ও বৌমাকে নবদ্বীপে প্রেরণ করার পূর্বে বৌমা শচীদেবীকে দিয়ে প্রতিজ্ঞা করান, তিনি যেন অবশ্যই তাঁর নাতিকে দেখতে পান।

মহাপ্রভু সন্ন্যাস গ্রহণান্তর ঢাকা দক্ষিণে আগমন করে তাঁর পিতামহীকে দর্শন দান করেন। বৃদ্ধ শোভাদেবী প্রাণভরে শ্রীগৌরাঙ্গের সন্ন্যাস মূর্তি দর্শন করেন। হঠাৎ তাঁর গৌররূপ কৃষ্ণরূপে পরিণত হলো। শোভাদেবী তখন ত্রিভঙ্গ ভঙ্গিম শ্রীকৃষ্ণকে দর্শন করলেন।

মহাপ্রভু পূর্ববঙ্গে ভ্রমণ করার সময়ে যে বাড়িতে গিয়ে পিতামহীকে দর্শন দান করেছিলেন, সেখানে মহাপ্রভুর শ্রীবিগ্রহ স্থাপিত হয়েছিল। পরে ১১২৫ বঙ্গাব্দে সেখান থেকে বিগ্রহ আসামের ‘শ্রীকোণায়’ নিয়ে যাওয়া হয়। আগের বাড়ি জঙ্গলে পূর্ণ হয়। প্রাচীন ভিটা এবং প্রাচীর এখনো আছে।

বর্তমান মন্দিরে শ্রীকৃষ্ণ ও মহাপ্রভুর সন্ন্যাস বিগ্রহ সেবিত হচ্ছেন। এ ছাড়া পঞ্চতত্ত বিগ্রহ, উপেন্দ্র মিশ্র ও শোভা দেবী এবং জগন্নাথ মিশ্র ও শচীমাতার বিগ্রহ পূজিত হচ্ছেন।

প্রবাদে আছে, শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলাস্থলী এ স্থানে কেউ যদি একবার পদার্পণ করেন, তবে যমের দক্ষিণ দুয়ার বন্ধ হয়ে যায়। তাই যেহেতু দক্ষিণ দরজা বন্ধ হয় সেই জন্য এ স্থানের নামকরণ করা হয়েছে ঢাকা দক্ষিণ।

পথনির্দেশ

ঢাকা দক্ষিণ বর্তমান বাংলাদেশের সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় অবস্থিত। সিলেট শহরের কদমতলী বাসস্ট্যান্ড থেকে ঢাকা দক্ষিণগামী বাসে ঢাকা দক্ষিণ স্টপেজে নামতে হবে। সেখান থেকে হেঁটে ৫ মিনিটে এ শ্রীপাটে আসা যায়।

আরো তীর্থ স্থান দেখতে ক্লিক করুন>>

Share on

Facebook
Twitter
LinkedIn