স্বর্ণগ্রাম (শ্রীপুষ্প গোপাল)

শ্রীপুষ্প গোপাল শ্রীল গদাধর পণ্ডিত গোস্বামীর দ্বাবিংশতিতম শাখা। তিনি ঢাকা জেলার স্বর্ণগ্রামে বসবাস করেন।

শ্রীহরি আচার্য, সাদিপুরিয়া গোপাল।
কৃষ্ণদাস ব্রহ্মচারী, পুষ্পগোপাল \
(চৈ.চ. আদি ১২/৮৫)

নামামৃত সমুদ্র নামক গ্রন্থে তাঁর নিকট প্রার্থনা করা হয়েছে যে, শ্রীবাস গৃহে বিষ্ণুখট্টায় বসে মহাপ্রভু যে লীলা করেছেন তা, দর্শন করান।

ওহে পুষ্পগোপাল! দেখাহ মোরে তারে।
যে বিষ্ণুখট্টায় বৈসে শ্রীবাসের ঘরে \
(নামা ১২৬)

শ্রীশাখানির্ণয় গ্রন্থের ৪৫ তরঙ্গে রয়েছে-

পুষ্পগোপাল নামানং বন্দে প্রেমবিলাসিন্ম।
স্বরসৈঃ পুষ্পিতঃ স্বর্ণগ্রামকো নামধেয়তঃ \

তবে বর্তমানে স্বর্ণগ্রামেরও কোনো চিহ্ন নেই।

আরো তীর্থ স্থান দেখতে ক্লিক করুন>>

Share on

Facebook
Twitter
LinkedIn