একান্ত গৌরভক্ত শ্রীপাট শ্রীজগৎচন্দ্র গোস্বামীর শ্রীপাট। এখানে তিনি আবির্ভূত হন। শ্রীজগৎচন্দ্র গোস্বামী মহাপ্রভুর সমসাময়িক ভক্ত ছিলেন। তিনি বার্মা আকিয়াবে শ্রীগৌরভাণ্ডার নামক একটি প্রতিষ্ঠান করেন এবং মহাপ্রভুর প্রেমধর্ম ঐ দেশে প্রচার করেন। শ্রীজগৎচন্দ্র গোস্বামী বিদ্যানিধির আরাধ্য লক্ষ্মী-জনার্দনের সেবায় যুক্ত হন। কেউ কেউ বলেন, তিনি শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর মন্ত্রশিষ্য। তবে এ বিষয়ে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায় নি। কোয়পাড়া গ্রামে তাঁর সমাধি আছে। কার্তিকী কৃষ্ণা নবমীতে তিরোভাব উৎসব উদ্যাপিত হয়।
বর্তমানে এইস্থানে গ্রামবাসীরা একটি ছোট টিনের মন্দির করেছেন। এখানে দোল উৎসব, চৈত্র মাসে জ্বালামুখী পূজা হয় এবং অন্যান্য বৈষ্ণবীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মন্দিরের সামনে একটা তমাল বৃক্ষ আছে। এটি একটি বড় গ্রাম। এই গ্রামসহ পাশ্ববর্তী বেশ কয়েকটি গ্রামে এককভাবে সনাতন ধর্মাবলম্বীরা বসবাস করছেন।
পথনির্দেশ
চট্টগ্রাম জেলার রাউজান থানা, রাউজান – নোয়াপাড়া সড়কের সেকশন-১ ভাঙ্গাপুর নেমে পূর্বদিকে ৮ কিলোমিটার হেঁটে এই স্থানে আসা যায়। অথবা চট্টগ্রাম শহর থেকে ট্যাক্সি যোগেও এই শ্রীপাটে আসা যায়। এছাড়া পুণ্ডরীক ধাম থেকেও এই স্থানে আসা যায়।
আরো তীর্থ স্থান দেখতে ক্লিক করুন>>