কৃষ্ণভক্তি সর্বোত্তম বিজ্ঞান

কৃষ্ণভক্তি সর্বোত্তম বিজ্ঞান

কেন কৃষ্ণভক্তি সর্বোত্তম বিজ্ঞান ? তা এই গ্রন্থে বর্ণত হয়েছে। কৃষ্ণভাবনামৃত আন্দোনের পথিকৃৎ শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ বিশ্ব পর্যটনকালে দেশে-বিদেশে বিভিন্ন মানুষের কাছে সংলাপের মাধ্যমে শিক্ষা দিয়েছিলেন যে, কৃষ্ণভক্তিই সর্বোত্তম বিজ্ঞান। বেশ কিছু সুন্দর সুন্দর সংলাপ সংকলিত এই গ্রন্থটি আজকের মানুষের মনে আলোড়ন সৃষ্টি করে শুদ্ধ পন্থায় ভক্তিযোগ আনুশীলনে প্রেরণা জোগায়।

Share on

Facebook
Twitter
LinkedIn

অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ​

আরও বই